জার্মান সেনা কর্মকর্তা : সিরীয় আশ্রয়প্রার্থী সেজে হামলার ছক
রাজনীতিবিদদের উপর হামলার পরিকল্পনা এবং অস্ত্র বিষয়ক একাধিক অপরাধে জার্মান সেনা কর্মকর্তাকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড দিল আদালত।
আদালত বিবৃতিতে জানিয়েছে ,'ওই অফিসার উগ্র ডানপন্থি ,জাতীয়তাবাদী এবং বর্ণবাদী। বছরের পর বছর ধরে এই মনোভাব পোষণ করতেন তিনি।'
প্রসিকিউটররা জানিয়েছেন ,ফ্রাঙ্কো এ. নামের ওই বেক্তি সিরীয় আশ্রয়প্রার্থীর ভুয়া পরিচয় দিয়ে হামলার পরিকল্পনা করেছিলেন।তিনি ভেবেছিলেন এর ফলে শরণার্থী এবং অভিবাসীদের উপর দোষ চাপিয়ে দেয়া যাবে।
জার্মান সামরিক বাহিনী থেকে গোলাবারুদ চুরি করেছিলেন ফ্রাঙ্কো এ। জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস এবং সাবেক পার্লামেন্ট এর ভাইস-প্রেসিডেন্ট ক্লাউডিয়া রথের উপর হামলা করার পরিকল্পনা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ভিয়েনা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বিমানবন্দরের শৌচাগারে লুকিয়ে রাখা লোডেড পিস্তল উদ্ধারের সময় তিনি ধরা পড়েন।
আরো পড়ুন :
এই মামলার বিচার শুরুর এক বছরেও বেশি সময় পর শুক্রবার এই রায় দিল ফ্রাঙ্কফুর্টের একটি আদালত। সাড়ে পাঁচ বছর জেলের সাজা ঘোষণা করার পরে ফ্রাঙ্কো এ -র বর্ণবাদী এবং ইহুদি-বিরোধ মতাদর্শের বিস্তারিত বর্ণনা দিয়েছেন বিচারক।তিনি জানান,ফ্রাঙ্কোর স্নাতকোত্তর থিসিসেও এসব লেখা ছিল এবং অন্য ব্যক্তিদের কাছেও নিজের এই মত প্রকাশ করতেন তিনি।
আংশিকভাবে হাতে লেখা নোট এবং স্কেচের ভিত্তিতে তার হামলা চালানোর পরিকল্পনার বিস্তারিত প্রমাণও দিয়েছে বিচারক। তিনি বলেন ,''আসামী বলেছে সে হামলার পরিকল্পনা করেনি কিন্তু প্রমান অন্য কথা বলছে। ''
ফ্রাঙ্কো এ.-এর আইনজীবী বলেন যে আবার উচ্চ আদালতে আপিল করা হবে। যদিও মামলার প্রসিকিউটর বলেন এই রায় চরমপন্থা এবং বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের জয়।
২০১৭ সালে গ্রেপ্তারের ঘটনা প্রকাশ্যে আসার পর এ জাতীয় উগ্র ডানপন্থি আচরণ নিয়ে বিতর্ক শুরু হয়। যদিও রায়ের পর ফ্রাঙ্কোকে বেশ নির্বিকার বলেই মনে হয়েছে।
আরো পড়ুন :
Post a Comment